ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির ব্যবস্থাপনায় মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

স্টাফ রিপোর্টার সাদি

৬ জানুয়ারি 

ছবি : সংগৃহীত 


দক্ষ যুবশক্তি গঠন ও স্বনির্ভর যুবসমাজ তৈরির লক্ষ্যকে সামনে রেখে ভ্রাম্যমান অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সিলেটের মেজরটিলা এলাকায় অবস্থিত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম বখত জেম, সংগঠনের উপদেষ্টা ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম এবং উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. শফিকুল ইসলাম এবং জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক মো. নজরুল ইসলাম।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হোসেন খান। পুরো প্রজেক্টের সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম নিপু, দপ্তর সম্পাদক মুয়াজ্জিন আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক মোফাজ্জল আহমদ নোমান, স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আকরাম খান বাপ্পি, যোগাযোগ সমন্বয়ক হাম্মাদ বিন আনিস সরকার, অফিস সমন্বয়ক সাইয়ান আহমদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।


বক্তারা বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)