কালাগুলে ভূমি দখলের অভিযোগে এলাকাবাসীর বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

স্টাফ রিপোর্টার সাদি 

৭ জানুয়ারি 

ছবি: সংগৃহীত 

কাজির বাজারের আফছর উদ্দিন ও তার ভাই সাহাব উদ্দিনের বিরুদ্ধে কালাগুল এলাকার খাঁন বংশের মালিকানাধীন জায়গা-জমি জোরপূর্বক দখলের অভিযোগে আজ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে খাঁন বংশের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র জাল কাগজপত্র তৈরি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের বংশপরম্পরায় মালিকানাধীন ভূমি জোর করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নারী ও শিশুদেরও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।


বক্তারা জানান, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দিন দিন বাড়ছে। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধে আইনের শাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়বে।



মানববন্ধনে বক্তারা অবিলম্বে দখলকৃত ভূমি দখলমুক্ত করা, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারগুলোর জানমালের নিরাপত্তা প্রদানের জোর দাবি জানান। একই সঙ্গে তারা ভূমি দখলের মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।


মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)