স্টাফ রিপোর্টার সাদি
৬ জানুয়ারি
![]() |
| ছবি : সংগৃহীত |
উদ্ভূত পরিস্থিতিতে সিলেট–১ আসনে বৈষম্যমূলকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী এহতেশাম হকের মনোনয়ন বাতিলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সমান সুযোগ ও ন্যায্যতার নীতি অনুসরণ করা হয়নি। কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়াই এহতেশাম হকের মনোনয়ন বাতিল করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি ও সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, একটি পক্ষকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা অবিলম্বে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে গণতান্ত্রিক ও আইনি আন্দোলন জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

