স্টাফ রিপোর্টার সাদি
১০ জানুয়ারি
![]() |
| ছবি :সংগৃহীত |
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের কোম্পানীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নং ইছাকলস ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইছাকলস ছাহেব বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছাহেব বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা আশ্রাফ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসাইন, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বজলু মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক দিলোয়ার।
এছাড়া উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক বুধন মিয়া, ৪ নং ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কদ্দুস আলীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড সভাপতি নওশাদ মিয়া, ৫ নং ওয়ার্ড সভাপতি জয়নাল মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, যুবদল নেতা জুনেদ হোসেন, নুরুজ্জামান, আলীম উদ্দিন, রাসেল ও ছাত্রদল নেতা মওদুদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লিরা।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

