ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করবো, নয়তো ছেড়ে দেব" — মাও. মুফতি ছালিম আহমদ

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

    স্টাফ রিপোর্টার সাদি

    ৩১ আগস্ট 



 

জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ স্পষ্ট জানিয়েছেন—“ক্লিন ইমেজ নিয়েই রাজনীতি করবো, নয়তো রাজনীতি ছেড়ে দেব।”

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তাঁর রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত মূল্যবোধ প্রকাশ করেন।

মুফতি ছালিম আহমদ লেখেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি বংশগত মর্যাদা রয়েছে। সেই সঙ্গে আল্লাহ তায়ালা আমাকে এমন একটি পরিচয় ও সম্মানের ব্যবস্থা করেছেন, যা নিয়ে আমি গর্বিত।”

রাজনীতিতে যুক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “অনেক সময় এমন কিছু মানবিক কাজ থাকে সাধারণ জনগণের জন্য, যা একমাত্র রাজনৈতিক অবস্থান ছাড়া সম্ভব হয় না। মানুষের উপকার করার সেই বড় সুযোগ তৈরি হোক—এই প্রত্যাশা থেকেই আমি রাজনীতির নতুন ধারা বা ‘নতুন বন্দোবস্ত’ দেখে এই অঙ্গনে আসি।”

তবে তিনি সতর্ক করে বলেন, “যদি এই নতুন বন্দোবস্তের নামে আগের সেই পুরোনো চেহারার রাজনীতিই ফিরে আসে, তাহলে আমি বিনা দ্বিধায় রাজনীতি ছেড়ে জনগণের কাতারে ফিরে যাব।”

সবশেষে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, “আমি রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করতে, নেতা হওয়ার জন্য নয়।”

মুফতি ছালিম আহমদের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর স্পষ্টভাষী মনোভাব ও নীতিনিষ্ঠ অবস্থানের প্রশংসা করছেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)