ন্যায়বিচার ও মানবাধিকারের দাবিতে সিলেটে ‘মার্চ ফর ইনসাফ’

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

 স্টাফ রিপোর্টার সাদি

৬ জানুয়ারি 

মার্চ ফর ইনসাফ।  ছবি : সংগৃহীত 

ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি। আজ মঙ্গলবার  নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকারকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ন্যায়বিচার, মানবাধিকার রক্ষা এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, সমাজে বিচারহীনতা, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।


সমাবেশে বক্তারা আরও বলেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত না হলে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। অবিলম্বে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


কর্মসূচির শেষ পর্যায়ে বক্তারা বলেন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব—এই প্রত্যয় ব্যক্ত করে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সমাপ্ত হয়।

Post a Comment

0Comments

Post a Comment (0)