নোয়াখালীতে প্রবাসীর ঘরে হামলা-ভাংচুর, সেনা ক্যাম্পে অভিযোগ

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

    স্টাফ রিপোর্টার সাদি

    ১৮ আগস্ট

 


ছবি: নোয়াখালীতে প্রবাসীর ঘরে হামলা-ভাংচুর


নোয়াখালী সদর উপজেলায় প্রবাসীর বসতঘরে অতর্কিত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নোয়াখালী সেনা ক্যাম্প ও সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার খলিফার হাট বারাহীপুর হানিফ চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন একদল সন্ত্রাসী লোহার রড, চাপাতি, কুড়াল ও হকিস্টিক নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা বসতঘরে ব্যাপক ভাংচুর চালায় এবং আসবাবপত্র, দরজা-জানালাসহ ঘরের মূল্যবান সামগ্রী নষ্ট করে দেয়। এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রবাসী মো. শাহজাহানের স্ত্রী শামীমা আক্তার জানান, “হামলাকারীরা দীর্ঘদিন ধরে আমাদের জমি-সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। এদিন তারা হঠাৎ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। আমি বাধা দিলে তারা আমাকে ও আমার স্বামীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

শামীমা আক্তার বাদী হয়ে সুধারাম মডেল থানায় এবং নোয়াখালী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)