নেত্রকোনা মদনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

   স্টাফ রিপোর্টার সাদি

   ১৮ আগস্ট



“অভয়াশ্রম গড়ে তুলি, দেশীয় মাছে দেশ ভরি”—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার মদনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. অলিদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,
উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী,
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব,
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমান,
উদ্যোক্তা মাহফুজা আক্তার শিমু,
মৎস্য উদ্যোক্তা প্রবেশ কুমার মাদব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার অত্যন্ত জরুরি। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীদের প্রশিক্ষণ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও অভয়াশ্রম গড়ে তুলতে উৎসাহিত করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করেন এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।এ সময় বক্তারা বলেন, মাছ দেশের প্রোটিনের প্রধান উৎস। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার মৎস্য চাষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।আলোচনায় আরও বলা হয়, অভয়াশ্রম সৃষ্টি, অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধ, মা মাছ সংরক্ষণ এবং নদ-নদী রক্ষা করতে হলে জনসচেতনতা সবচেয়ে জরুরি।অনুষ্ঠানে শতাধিক মৎস্য চাষী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)