স্টাফ রিপোর্টার সাদি
১৮ আগস্ট
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “পল্লী চিকিৎসকরা গ্রামের সাধারণ মানুষের সবচেয়ে কাছের স্বাস্থ্যসেবক। তারা অসহায় ও দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসা দিয়ে জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসকদের যথাযথ স্বীকৃতি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. আবু সিয়াম। তিনি বলেন, “পল্লী চিকিৎসকদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। তাদের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. মোজাহেদুল ইসলাম মাজু এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শওকত জুলিয়াস জুয়েল। তারা সবাই বলেন, “পল্লী চিকিৎসকরা যেমন সেবক, তেমনি গণমানুষের আশা-ভরসা। তাদের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ডা. মো. এজাজুল ইসলাম রাজু। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “আমরা শুধু সম্মেলনে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নই, বাস্তবমুখী কর্মসূচির মাধ্যমে পল্লী চিকিৎসকদের দাবি আদায় করবো।”
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। আলোচনা শেষে আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।