ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনের দাবিতে সিলেটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

   স্টাফ রিপোর্টার সাদি

   ১৭ই আগস্ট



ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও সৃষ্ট যানজট নিরসনের দাবিতে আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বিভাগের জনগণ সবসময় রাষ্ট্রীয় উন্নয়নের স্বপ্ন দেখে এসেছে। কিন্তু মহাসড়কের কাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত থাকায় জনগণ ভোগান্তিতে পড়েছে। সড়কের বেহাল দশার কারণে পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি। বক্তারা সতর্ক করে বলেন, যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে সিলেটবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

তাঁরা উল্লেখ করেন, সিলেটের প্রবাসীরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চল বারবার বৈষম্যের শিকার হচ্ছে। সিলেটবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং যানজট সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মো. নিজাম খান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রবাসী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)