ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার আনন্দ মিছিল ও পরিচিত সভা

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

    স্টাফ রিপোর্টার সাদি

    ১৬ আগস্ট



ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ই আগস্ট) বিকাল ৩টায় সিলেট সিটি করপোরেশনের সামনে থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সমাবেশস্থল উৎসবমুখর করে তোলেন।আনন্দ মিছিল শেষে সমাবেশে নবগঠিত কমিটির সভাপতি এ বি আল মাহমুদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হক মোহনসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক রহমতে এলাহী লস্কর নাঈম। এছাড়া যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানান।পরিচিত সভায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম আরিয়ানসহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি আদায়, অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।অনুষ্ঠানে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন। এ আয়োজনকে ঘিরে সিলেট নগরীতে এক অনন্য উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়।

Post a Comment

0Comments

Post a Comment (0)