স্টাফ রিপোর্টার সাদি
১৭ আগস্ট
![]() |
ছবি : শ্রেণীকক্ষে পাঠদান করালেন জয়পুরহাটের পুলিশ সুপার |
রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় তিনি পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও পাঠদান করেন। এ সময় তিনি নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
পুলিশ সুপার বলেন, “শুধু বড় চাকরি করার জন্য নয়, পড়াশোনা করতে হবে সুশিক্ষিত ও ভালো মানুষ হওয়ার জন্য। তাহলেই পরিবার, সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “ছাত্রজীবন মানে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবন গড়ার সময়। তাই মোবাইল ফোনের অপব্যবহার, মাদকসেবন, ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরা যদি এখন থেকেই সঠিক পথে থাকে, তবে ভবিষ্যতে তারা রাষ্ট্রের যোগ্য নাগরিক হয়ে উঠবে।”
শিক্ষার্থীদের পাশাপাশি তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতিও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “পরিবার ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শিশু-কিশোরদের সঠিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।”
বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান আসাদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক।