স্টাফ রিপোর্টার সাদি
১৮ আগস্ট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ ও পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা এলাকায় অবস্থিত ‘সবুজ কৃষি ভাণ্ডার’ নামে একটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গুদামের মালিক বিষ্ণু পদ দাস দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেয়াদোত্তীর্ণ সার মজুত করে তা কৃষকদের কাছে সরবরাহের চেষ্টা চালাচ্ছিলেন। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারে এক ব্যবসায়ীর দোকানে এসব সার পৌঁছে দেওয়ার জন্য পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় একটি ভ্যান থেকে ১২০ বস্তা সার আটক করা হয়। পরে তার গুদামে অভিযান চালিয়ে আরও ৭০ বস্তা সার উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার ছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “২০২২ সালে প্যাকেজিং করা এসব সার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এগুলো ব্যবহার করলে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও এগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। জব্দ করা সব সার থানায় জমা দেওয়া হয়েছে।”
পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন জানান, “অভিযানে জব্দকৃত সার এখন থানায় রয়েছে। তবে অভিযুক্ত মালিক বিষ্ণু পদ দাসকে পাওয়া যায়নি। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় কৃষকরা বলেন, অনেক সময় তারা কম দামে সার কিনে প্রতারিত হচ্ছেন। এসব মেয়াদোত্তীর্ণ সার জমিতে ব্যবহার করলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ফসল উৎপাদন ব্যাহত হয়। তাই কৃষি বিভাগের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
অভিযানের সময় পাঁচবিবি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।