স্টাফ রিপোর্টার সাদি
২০ আগস্ট
জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিষয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আব্দুল ফাতাহ ও উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন। সভার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ বোরহান উদ্দিন।সভায় বক্তারা বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্ব অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। কিন্তু প্রায়ই শোনা যায় যে দালাল ও অসাধু এজেন্সির খপ্পরে পড়ে অনেক হজযাত্রী প্রতারিত হচ্ছেন এবং অর্থ-সম্পদ হারাচ্ছেন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং নিশ্চিন্তে আল্লাহর ঘর কাবা শরীফে হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হজ্ব করা সবচেয়ে নিরাপদ উপায়।প্রধান অতিথি ইউএনও রোমানা রিয়াজ তার বক্তব্যে বলেন, “আমরা চাই কেউ যেন প্রতারণার শিকার না হন। সরকার যে সুযোগ-সুবিধা দিয়ে থাকে, সেটি গ্রহণ করলে হজযাত্রীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না এবং নির্ভয়ে পবিত্র হজ পালন করতে পারবেন।”সভায় অংশগ্রহণকারীরা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজ পালনের নিয়ম, করণীয় ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক সভা হলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে।