ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

    স্টাফ রিপোর্টার সাদি

    ২০ আগস্ট



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার বিগবাজার সংলগ্ন টেস্টি ফুড ক্যাফে প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল এবং ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়।সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য প্রভাষক মোঃ সফিকুল ইসলাম এবং ভোলাহাট উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আসাদুল হক।বক্তারা বলেন, বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ঐক্যই আগামী দিনের আন্দোলনে শক্তিশালী হাতিয়ার হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)