স্টাফ রিপোর্টার সাদি
২০ আগস্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, পথসভা, বৃক্ষরোপণ এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন। বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে পথসভায় মিলিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাসিম বিল্লাহ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল এবং যুগ্ম আহ্বায়ক তৌকির ইসলাম সেতু।এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুজ্জামান রাঙ্গা, সদস্য সচিব হামিদুল ইসলাম হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের ঐক্যই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির একমাত্র হাতিয়ার। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।সভায় নেতৃবৃন্দ আরো বলেন, শুধু দলীয় কর্মকাণ্ড নয়, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি ও ডাস্টবিন স্থাপন কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের আন্তরিক ভূমিকা প্রমাণিত হয়েছে।