স্টাফ রিপোর্টার সাদি
২২ আগস্ট
নাগরিক ভিউ প্রতিশ্রুতিবদ্ধ – বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পাঠকের আস্থা অর্জন ও সমাজের কল্যাণে সত্য প্রকাশের। বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রবাহে নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। তথ্যের ভিড়ে মানুষ যখন বিভ্রান্তির শিকার হয়, তখন দায়িত্বশীল গণমাধ্যমই হতে পারে নির্ভরতার একমাত্র ভরসাস্থল। সেই জায়গা থেকেই নাগরিক ভিউ তার যাত্রা শুরু করেছে।সংবাদপত্র শুধু তথ্যের উৎস নয়, বরং এটি সমাজের প্রতিচ্ছবি। সমাজের সমস্যা, সম্ভাবনা, অর্জন ও অগ্রগতি পাঠকের কাছে সঠিকভাবে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। নাগরিক ভিউ সেই দায়িত্ববোধ থেকেই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার করছে। পাশাপাশি সংবাদপত্র হবে পাঠকের কণ্ঠস্বর, যেখানে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, অভাব-অভিযোগ এবং উন্নয়ন ভাবনা জায়গা পাবে।
প্রকাশনার প্রথম দিন থেকেই নাগরিক ভিউ পাঠকের সাথে এক বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে চায়। সংবাদ পরিবেশনে হবে নিরপেক্ষ, পক্ষপাতহীন ও জনকল্যাণমুখী। এ প্রচেষ্টা সফল করতে প্রয়োজন পাঠকের দোয়া, সহযোগিতা ও গঠনমূলক মতামত।
আমাদের এ অগ্রযাত্রায় আপনাদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।