স্টাফ রিপোর্টার সাদি
১৬ আগস্ট
![]() |
ছবি: বাংলাদেশ যুব অধিকার পরিষদ ছাতক শাখা পরিচিতি ও সংবর্ধনা |
বাংলাদেশ যুব অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার নবগঠিত আংশিক কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ই আগস্ট শুক্রবার ছাতকের চরমহল্লায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল আহমদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ তালুকদারের স্বাগত বক্তব্য ও গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর, সাংগঠনিক সম্পাদক সওগাত উসমান চৌধুরী তিমন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ আলী খোকন, সহ-সভাপতি শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজির খান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. দিলোয়ার হোসেন এবং সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।
আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আজহার আলী, সাধারণ সম্পাদক আসাদ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি শাহিনুল আলম, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ সম্পাদক মামুন আহমদ, ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকারিয়া বিন সুরুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সংগঠনের মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, অধিকার আদায় ও সমাজ পরিবর্তনের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।