ছাত্ররাজনীতি হোক শিক্ষার্থীবান্ধব: বিজয়ের একবছরে শরীয়তপুরের ছাত্ররাজনীতি

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

    স্টাফ রিপোর্টার সাদি
 
    ১৩ আগস্ট 


ছবি : বিজয়ের একবছরে শরীয়তপুরের ছাত্ররাজনীতি 

 আলিফ শেখ

শরীয়তপুর প্রতিনিধি
০১৭৩৩৩৭৩৬০৮

শিক্ষার্থীদের অধিকার রক্ষা, একাডেমিক দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন প্রদান, রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে ছাত্ররাজনীতির বিকল্প নেই।

আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের বিদায়ের পর সকল ছাত্রসংগঠন নতুন এক অনুকূল পরিবেশ পেয়েছে। আগে শরীয়তপুরে ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠনের কার্যক্রম চালানো ছিল কঠিন। যদিও আগে থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের কাজ ছিল, কিন্তু বর্তমানের মতো স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য আমরা দোয়া করি— মহান আল্লাহ তাদের আত্মত্যাগ জাতির মুক্তির সোপান হিসেবে কবুল করুন।

শরীয়তপুরের ছাত্ররাজনীতির রয়েছে গৌরবময় ইতিহাস। এখানকার নেতৃত্ব বহুবার জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছে। তবে শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে এখনো প্রত্যাশিত মাত্রা অর্জিত হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে শরীয়তপুরে সক্রিয়, কিন্তু দীর্ঘ ১৭ বছরের দমননীতির কারণে অনেক ইতিবাচক কাজ দৃশ্যমান হয়নি।

গত এক বছরে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম করেছে— জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের তালিকা প্রণয়ন ও পুনর্বাসন সহযোগিতা, দুর্যোগে ত্রাণ বিতরণ, চারদিনব্যাপী প্রকাশনা উৎসব, ৪৩৩২ শিক্ষার্থীকে নিয়ে বৃত্তি পরীক্ষা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, প্রতিষ্ঠাবার্ষিকীতে মেধাবী শিক্ষার্থীদের উপহার প্রদান, ভর্তি পরীক্ষায় হেল্পডেস্ক ও উপকরণ বিতরণ, ৫০০ শিক্ষার্থীকে কুরআন উপহার, রমাদান ও ঈদে ফুডপ্যাক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষাসফর, ICT অলিম্পিয়াড, GPA-5 প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা, ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং, ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ এবং রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে মিছিল ও সমাবেশ আয়োজন।

অন্যদিকে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ কিছু সংগঠনও প্রশংসনীয় আয়োজন করেছে। তবে অনেক সংগঠন কমিটি গঠন ও বাতিল নিয়েই সীমাবদ্ধ থেকেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর ছাত্রসমাজ ও SSC শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিয়েছে, বিশেষ করে SSC-এর গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে প্রশংসা কুড়িয়েছে।

আমরা বিশ্বাস করি— যখন সব ছাত্রসংগঠন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি জোরদার করবে, তখনই ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তন বাস্তবায়িত হবে। শরীয়তপুরকে আধুনিক ও সুযোগসমৃদ্ধ জেলায় গড়ে তুলতে তরুণ ও মেধাবী নেতৃত্ব এবং ইনক্লুসিভ কাজের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

সাখাওয়াত কাউসার
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
শরীয়তপুর জেলা শাখা।


            

Post a Comment

0Comments

Post a Comment (0)