এক বছর পরেও অপেক্ষা, এবার কি ফিরছেন তারেক রহমান?

বার্তা সারাবেলা
By -
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দিন। তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের মনে জেগে ওঠে নতুন আশা, এবার তাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন।

প্রায় এক বছর হতে চললেও সেই প্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটেনি। ২০২৫ সালের জুলাই মাসে আবারও রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তারেক রহমান শিগগির দেশে ফিরছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কবে? কোন তারিখে?

তারেক রহমান ঠিক কোন দিন দেশে ফিরছেন, সে বিষয়ে বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তারাও ঘুরে ফিরে বারবার একই কথা বলছেন, শিগগির দেশে ফিরছেন তারেক রহমান।

দেশে ফেরা নিয়ে তারেক রহমানের বক্তব্য

গত ৩০ জুন পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করে তারেক রহমান বলেন, ‘আমি খুব শিগগির দেশে ফিরব। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যেটুকু ত্যাগ দরকার, আমি তা করতে প্রস্তুত।’

এ ঘোষণার পর থেকে বিএনপির রাজনীতিতে নতুন গতি আসার ব্যাপারে অনেকেই আশাবাদী।

দেশে প্রত্যাবর্তনের চারটি সম্ভাব্য তারিখ

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। তারা কেউই নাম প্রকাশ করে কথা বলতে চাননি। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময়সূচি হিসেবে চারটি দিন আলোচিত হচ্ছে।


 

Post a Comment

0Comments

Post a Comment (0)