স্টাফ রিপোর্টার সাদি
৫ জানুয়ারি
![]() |
| মার্চ ফর ইনসাফ।ছবি : সংগৃহীত |
সিলেট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে আজ সোমবার সিলেট নগরীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা ইনসাফ মার্চটি নগরীর শহিদ মিনার (চৌহাট্টা) প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে রিকাবিবাজার, সুবিদবাজার পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, শাহী ঈদগাহ, কুমারপাড়া, বন্দরবাজার ও জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার (চৌহাট্টা) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মার্চ চলাকালে অংশগ্রহণকারীরা ইনসাফ, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহনের মাধ্যমে তারা নিজেদের দাবির প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই মার্চ ঘিরে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষের অধিকার বারবার ক্ষুণ্ন হয়। তারা দাবি করেন, রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি তুলে ধরাই এই মার্চের মূল উদ্দেশ্য। মার্চ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিল।

