এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নতুন নাম ‘শহীদ ওসমান হাদি হল’

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

 স্টাফ রিপোর্টার সাদি

৪ জানুয়ারি

ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নতুন নামকরণ করা হয়েছে। ব্লকটির নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ ওসমান হাদি হল’।


আজ ৩ জানুয়ারি শনিবার আসরের নামাজের পর ছাত্রাবাসে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ছাত্রাবাস মসজিদের সম্মানিত ইমাম। দোয়ার মধ্যে শহীদ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। একই সঙ্গে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ দোয়া করা হয়।


দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্লকের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট জনাব তালহা। ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়।


নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের সিনিয়র শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ, জাবেরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ ওসমান হাদির নতুন বাংলাদেশ বিনির্মাণের আদর্শ ও ঐতিহ্যকে স্মরণ করে শিক্ষার্থীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।


উপস্থিত শিক্ষার্থীরা বলেন, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। দেশবাসীর কাছে তার খুনের বিচার দাবি করেন।  তাঁর নামানুসারে ছাত্রাবাসের একটি ব্লকের নামকরণ এমসি কলেজের গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।


Post a Comment

0Comments

Post a Comment (0)