ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সিলেটের তানিম

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

স্টাফ রিপোর্টার সাদি

১৪ জানুয়ারি 

ছবি : সংগৃহীত 


ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের তানিম 


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার নুর উদ্দিন তাপাদার তানিম।


সোমবার (১২ জানুয়ারি) সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন।


নুর উদ্দিন তাপাদার তানিম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের বাসিন্দা। তিনি জালাল উদ্দিন তাপাদারের পুত্র।


সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে একই শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।


শিক্ষাজীবনে তানিম বর্তমানে পর্তুগালের ইউনিভার্সিটি অব লিসবনে অধ্যয়নরত। দেশ ও বিদেশে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়মিতভাবে সম্পৃক্ত রয়েছেন।


কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিতে জকিগঞ্জসহ সিলেট অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন—তাঁর নেতৃত্ব ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সংগঠনের বৈশ্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)