সিলেট জেলা ছাত্র শক্তির আহ্বায়ক কমিটি এক বছরের জন্য নির্ধারণ

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

 স্টাফ রিপোর্টার সাদি

৪ জানুয়ারি 



সিলেট জেলা ছাত্র শক্তির আহ্বায়ক কমিটি এক বছরের জন্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটির মেয়াদ চূড়ান্ত করা হয়।

আহবায়ক- তৌফিক ওমর তানভীর। 

সিনিয়র যুগ্ম আহবায়ক - ফখরুল হাসান সৌরভ। 

যুগ্ন আহবায়ক - আরিফুল ইসলাম আরিফ নাঈম ইকবাল চৌধুরী

মো: আব্দুর রহমান খান সোহাগ রুহুল আমিন

সাইদ উদ্দিন সাদি

ইলিয়াছুর রহমান ইলিয়াস

আবুল মনসুর চৌধুরী

মাহিন আহমেদ

শফি সাঈদ নাঈম

আশরাফুল ইসলাম আবিদ

মেহেদি হাসান জয়

রুমন আহমদ

হাসান আহমদ

ফরিদ উদ্দিন

সাকিব আহমেদ

আতিক হাসান রিসাদ

মামুন হোসেন

মারজান আহমেদ

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছর এই আহ্বায়ক কমিটি সিলেট জেলায় ছাত্র শক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা ও সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এ কমিটির মূল লক্ষ্য।


নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সিলেট জেলার ছাত্র সমাজের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথ সুগম হবে।


এদিকে ছাত্র শক্তির নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠন তার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সফল হবে বলে তারা আশাবাদী।

Post a Comment

0Comments

Post a Comment (0)