স্টাফ রিপোর্টার সাদি
২৬ ডিসেম্বর
![]() |
| ছবি : সংগৃহীত |
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। চাঁদপুরের মেঘনা নদী এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীর গতিতে চলাচল করছিল। এ সময় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই লঞ্চের অন্তত আটজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে নৌ-পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই দুই লঞ্চের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নৌ-পুলিশ।

