সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

 স্টাফ রিপোর্টার সাদি 

১৫ ডিসেম্বর 

ছবি : সংগৃহীত 

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি), উত্তর জোন-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।


ডিবি সূত্র জানায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ৫টা ৫ মিনিটে গোয়াইনঘাট থানার ০৯নং ডৌবাড়ি ইউনিয়নের দাতারি সাকিনস্থ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম মোস্তফা (৫২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত গোলাম মোস্তফা মৃত ইসমাইল আলীর ছেলে। তার বাড়ি দাতারি গ্রামে, ০৯নং ডৌবাড়ি ইউনিয়ন, থানা—গোয়াইনঘাট, জেলা—সিলেট।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস ও সংশ্লিষ্ট চক্র শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)