যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

স্টাফ রিপোর্টার সাদি
By -
0
স্টাফ রিপোর্টের সাদি
১৯ নভেম্বর

সিঙ্গাপুর ম্যাচ খেলতে পারবেন না রাকিব ও তপু। ছবি : সংগৃহীত


‘সি’ গ্রুপ থেকে ইতোমধ্যে এশিয়া কাপ খেলা নিশ্চিত হয়েছে সিঙ্গাপুরের। মঙ্গলবার (১৮ নভেম্বর) হংকংকে হারিয়ে এশিয়া কাপের টিকিট পায় তারা। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তবে সেই ম্যাচে খেলতে পারবেন না রাকিব হোসেন ও তপু বর্মণ।

মূলত, কার্ড সমস্যার কারণে সিঙ্গাপুর ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু। দুই হলুদ কার্ড দেখার কারণে খেলতে পারবেন না তারা। মঙ্গলবার ভারত ম্যাচে দুজনই কার্ড দেখেছেন। এর আগেও তারা হলুদ কার্ড পেয়েছিলেন একটি করে।

নিয়ম অনুযায়ী, এশিয়ান কাপ বাছাইপর্বে দুটি হলুদ কার্ড হলে পরবর্তী ম্যাচে ওই খেলোয়াড় খেলতে পারে না। একই নিয়মের কারণে ভারত ম্যাচ খেলতে পারেননি ফাহমিদুল।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচে ১১ হলুদ কার্ড দেখেছে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হৃদয় ও মজিবুর রহমান জনি কার্ড দেখেছিলেন। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে শাকিল আহাদ তপু, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল কার্ড দেখেন। ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন, ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কাজী কার্ড দেখেন। সবশেষ ভারত ম্যাচে আরেক দফা কার্ড দেখেন রাকিব ও তপু যার কারণে সিঙ্গাপুর ম্যাচ খেলা হবে না তাদের।

Post a Comment

0Comments

Post a Comment (0)