স্টাফ রিপোর্টের সাদি
১৮ নভেম্বর
| ছবি : সংগৃহীত |
গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তালেবুর রহমান বলেন, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসে রাজধানীতে ১৮টি হত্যাকাণ্ড হয়েছে। বেশিরভাগ ঘটনায় দোষীদের আমরা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানা করণে এসব হত্যাকাণ্ড ঘটেছে।
এ সময় তিনি বলেন, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একজনকে, যার নাম জনি।