দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর নির্বাচন করব কল্পনাও করিনি : বাবর

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

 স্টাফ রিপোর্টার সাদি

১৫ নভেম্বর

নেত্রকোনার মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।



দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে আজ মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে ফিরতে পারব। এটা কখনো কল্পনাও করিনি। এক বছর আগেও ভাবিনি নির্বাচনের মাঠে ফিরব। এটি আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে সম্ভব হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার মদন উপজেলায় পাবলিক হল মাঠে প্রথম নির্বাচনী জনসভায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের অবিশ্বাস্য ফিরে আসা হিসেবে উল্লেখ করে বাবর বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এ ঋণ আমার জীবনের বড় পাওয়া।

তিনি বলেন, আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণেই আজ আমি রাজনীতিতে ফিরে আসতে পেরেছি।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লুৎফুজ্জামান বাবর।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জেলা, উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)