স্টাফ রিপোর্টার সাদি
২৭ অক্টোবর
![]() |
| ছবি :চাটিবহরে মাদক ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ সভা। |
মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর অষ্টগ্রাম এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় চাটিবহর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সমাজকে কলুষিত করছে মাদক, জুয়া ও অনৈতিক কাজের মতো অপরাধ। সময় থাকতে এসব কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে কঠোর সামাজিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
চাটিবহর খাদিজাতুল কুবরা (রা.) মহিলা টাইটেল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাওছার আহমদ ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—
চাটিবহর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নূরউদ্দিন, মাওলানা আল আমিন মোশাররফ, মাওলানা বুরহান উদ্দিন, মুরব্বি আজিজুল হক, জালাল উদ্দিন, যুবনেতা রায়হান আহমদ, লাহিম আহমদ, যুবায়ের আহমদ ও একরাম হুসেন প্রমুখ।
এসময় চাটিবহর অষ্টগ্রামের নবীন-প্রবীণ, তরুণ-যুবক, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

