স্টাফ রিপোর্টার সাদি
৩ সেপ্টেম্বর
![]() |
ছবি : মোটরযান বহরে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি |
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় থানাবাজার পয়েন্ট থেকে মোটরযান বহর নিয়ে র্যালি শুরু হয়ে খাগাইল পয়েন্ট, উপজেলা পরিষদ মাঠ, টুকেরবাজার ও দয়ারবাজার প্রদক্ষিণ শেষে ভোলাগঞ্জ বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রায় ৩০০ মোটরসাইকেল ও ৩০-৪০টি পিকআপ নিয়ে নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন।সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আলী আকবর। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে এ র্যালি নেতাকর্মীদের সাহস ও মনোবলকে আরও শক্তিশালী করেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে আজকের র্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি উমর আলী ও ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, শাহনেওয়াজ লিটন, শিহাব উদ্দিন, তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধাদলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন, শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, উছমান খাঁ, আনোয়ার হোসেন রবি, আনু আহমদ, কয়েছ আহমদ, আবু সালাম, সেবুল মিয়া, রমজান আলী, যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।